Terms & Conditions
‘নিজে জানুন, অন্যকে জানান’ এই শ্লোগান নিয়ে আমাদের কনফিডেন্স আইটি ওয়েবসাইটের পথচলা। ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তির এই যুগে যেকোন বিষয়ে নিখুঁত তথ্যের লেটেস্ট আপডেট নিজে জানুন, অন্যকে জানাতে সহযোগিতা করুন!
কনফিডেন্স আইটি ওয়েবসাইটের আবশ্যকীয় পালনীয় কিছু শর্তাবলী
কনফিডেন্স আইটি ওয়েবসাইট মূলত সমকালীন বিষয় ভিত্তিক ও তথ্য-প্রযুক্তি বিষয়ক টিপস
এবং অন্যান্য যাবতীয় বিষয় সম্পর্কেও নির্ভুল ও যুগোপযোগী তথ্যগুলো নিয়ে আলোচনা
করে। শুধুমাত্র নিজে জানার মধ্যে কোন স্বার্থকতা নেই। বরং নিজে নতুন কিছু জানলে
তা সবার সাথে শেয়ার করার মাধ্যেই পূর্নতৃপ্তী নিহিত রয়েছে! কনফিডেন্স আইটি
ওয়েবসাইটটি মূলত প্রত্যেক ভিজিটর বা পাঠকদের কে বিভিন্ন বিষয়ে নির্ভুল তথ্য
দিয়ে সহযোগীতা করার উদ্দেশ্যেই পথ চলা শুরু করেছে। কনফিডেন্স আইটি ওয়েবসাইটে
প্রকাশিত বিভিন্ন বিষয়ের আর্টিকেলগুলো পড়ে উপকৃত হলে ও নতুন কিছু তথ্য জেনে
থাকলে একে অপরকে সেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে নিম্নলিখিত অল্প
কিছু বিষয় খেয়াল রেখে পোস্ট ও মন্তব্য করার অনুরোধ করা হলোঃ
- ১.০.০ পোস্টের মূল ভাষা অবশ্যই বাংলায় হতে হবে এবং পোস্টে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে। অহেতুক বাংলা ইংরেজি মিশ্রিত পোস্ট করা যাবে না। ইংরেজি ভাষায় পোস্ট করা যাবে কিন্তু অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না। অভ্র ইউনিকোড ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
- ১.০.১ অহেতুক ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন পোস্ট করা যাবে না। তবে প্রয়োজনে ইংরেজি বাংলা মিশ্রিত করে পোস্ট করা যাবে।
- ১.০.২ টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি অক্ষরে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
- ১.০.৩ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড না করাই ভাল। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো কনফিডেন্স আইটি ওয়েবসাইট নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।
- ১.০.৪ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই পোস্ট করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়। হ্যাকিংকে অপরাধ নয় বরং সুরক্ষার জন্য ব্যাবহার করতে কনফিডেন্স আইটি ওয়েবসাইট উৎসাহিত করে।
- ১.০.৫ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে পোস্ট করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।
- ১.০.৬ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে পোস্ট করা যাবে তবে তা অবশ্যই ব্লগ নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
- ১.০.৭ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু পোস্ট করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।
- ১.০.৮ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা ব্লগে পোস্ট করতে আমাদের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিজিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা এখানে পোস্ট করেন তবে অবশ্যই ‘পূর্বে আমাদের ব্লগে / কোন জায়গায় প্রকাশিত’ তা লিখে তাতে লিংক করে দিতে হবে।
- ১.০.৯ অর্ধেক পোস্ট করে বাকি পোস্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোস্ট করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে পোস্ট করা যাবে।
- ১.১.০ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে পোস্ট করা যাবে না। পোস্টে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
- ১.১.১ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।
- ১.১.২ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করার ক্ষেত্রে পোস্ট অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা যাবেনা। চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার পোস্ট করা যাবে না।
আপনার নাম লিখুন *
আপনার ব্যবহ্নত ইমেইল ঠিকানা দিন *
আপনার প্রশ্ন বা মন্তব্য লিখুন *
বিশেষ দ্রষ্টব্যঃ
- নীতিমালাগুলো বিভিন্ন প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংগৃহীত। সেই সাথে যেকোন সময় প্রয়োজনের তাগিদে নীতিমালা পরিবর্তিত কিংবা সংযোজিত হতে পারে। কনফিডেন্স আইটি ওয়েবসাইট ব্যবহারের নিয়ম ও শর্তাবলী বা গোপনীয়তা নীতির সাপেক্ষে ব্যবহার করুন। অনুগ্রহ করে কনফিডেন্স আইটি ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়া ওয়েবসাইটের কোনো তথ্য অন্য কোনো ওয়েবসাইটে প্রকাশ করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ।
কনফিডেন্স আইটি ওয়েবসাইটের কুকি নীতিমালা
- কনফিডেন্স আইটি ওয়েবসাইটের কুকি নীতিতে সম্মত হৌন। আমাদের আর্টিকেল বা যেকোন তথ্য পড়ার সময় আপনাকে সুরক্ষিত রাখতে আমাদের ওয়েবসাইট কুকি নীতিমালা ব্যবহার করে আপনি যদি ইমেলের মাধ্যমে কুকি নীতিমালা অনুসরণ করেন এবং আমাদের ওয়েবসাইটে ইমেলের মাধ্যমে আমাদের অনুসরণ করেন তাহলে আপনি আমাদের কনফিডেন্স আইটি ওয়েবসাইটের চলমান যাবতীয় তথ্যের আপডেট সহজে পেয়ে পাবেন। অনুগ্রহ করে আমাদের অনুমতি ছাড়া কনফিডেন্স আইটি ওয়েবসাইটের কোনো তথ্য ব্যবহার করবেন না।
- আমাদের ওয়েবসাইট থেকে কোনো তথ্য কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণরূপে বেআইনি। আপনি যদি কনফিডেন্স আইটি ওয়েবসাইটের যাবতীয় আপডেট খুব দ্রুত পেতে চান তবে আপনাকে Google News-এ আমাদের ওয়েবসাইট অনুসরণ করতে হবে। যদি কেউ Google News-এর মাধ্যমে কনফিডেন্স আইটি ওয়েবসাইট অনুসরণ করে থাকেন, তাহলে যেকোন ধরনের আপডেট ইমেইলের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে আপনার কাছে পাঠানো হবে।
iframe
- আপনি কনফিডেন্স আইটি ওয়েবসাইটে এমন কোনও বন্ধু তৈরি করতে পারবেন না যা, আমাদের অনুমতি ছাড়া কনফিডেন্স আইটি ওয়েবসাইটের ভিজ্যুয়াল উপস্থাপনা বা চেহারা পরিবর্তন করে। এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং অবৈধ কাজ।
কনফিডেন্স আইটি ওয়েবসাইটে প্রকাশিত বিষয়বস্তুর দায়বদ্ধতা
- আমাদের কনফিডেন্স আইটি ওয়েবসাইটে সমস্ত আর্টিকেল বা তথ্যগুলো যাচাই-বাছাই করেই প্রকাশ করা হয়। তবুও মানুষ যেহেতু ভুলের উর্ধ্বে নয় সেহেতু সম্মানিত ভিজিটর বা পাঠক বৃন্দ আপনারা যদি কনফিডেন্স আইটি ওয়েবসাইটে যেকোন বিষয়বস্তু সম্পর্কে কোন আর্টিকেল বা তথ্যগুলো পড়তে গিয়ে ভুল-ত্রুটি খুঁজে পান, তাহলে অনুগ্রহ করে সেগুলো শুধরে নেওয়া জন্য আপনাদের যথাসাধ্য সহযোগিতা ও সুন্দর মতামত কামনা করছি।
- সর্বোপরি আপনাদের আন্তরিক সহযোগিতা ও সুন্দর মতামতের ভিত্তিতে আমরা আমাদের যাবতীয় ভুল-ত্রুটি গুলো আলোচনা সাপেক্ষে শুধরে নেওয়ার চেষ্টা করব। বিশেষ দ্রষ্টব্যঃ এ বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবেন কনফিডেন্স আইটি ওয়েবসাইটে বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে কোনো তৃতীয় পক্ষের বা কারো নিজেস্ব লিঙ্ক ব্যবহার করা যাবে না। এ বিষয়টি সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
কনফিডেন্স আইটি ওয়েবসাইটে ভিজিটর বা পাঠকদের অধিকার সংরক্ষণ
- কনফিডেন্স আইটি ওয়েবসাইটে পাঠকদের ক্ষতি করে এমন লিঙ্কগুলো রাখে না। এক্ষেত্রে আমরা আমাদের সম্মানিত ভিজিটর বা পাঠকদের অধিকার সম্পূর্ণরূপে সংরক্ষণ করি। সাথে সাথে ভিজিটর বা পাঠকদের সমস্ত অনুরোধ গ্রহণ করার আপ্রান চেষ্টা করি। কনফিডেন্স আইটি ওয়েবসাইটে এমন কোনো লিঙ্ক বা কোনো তথ্য নেই যা আমাদের সম্মানিত ভিজিটর বা পাঠকদের বা অন্য কারো ক্ষতির কারণ হতে পারে। ওয়েবসাইটটি সম্পূর্ণ নিরাপদ ও বিশ্বস্ত। কনফিডেন্স আইটি ওয়েবসাইটটিতে যেকোন ভিজিটর বা পাঠকদের সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে।
- কনফিডেন্স আইডিতে প্রকাশিত বিভিন্ন বিষয়ের আর্টিকেল বা তথ্যগুলো সম্মানিত ভিজিটর বা পাঠকগণ কোন শর্ত ছাড়াই দেখতে ও পড়তে পারবেন এবং এখান থেকে পুরোপুরি উপকার নিতে পারবেন। পাঠকরা এই ওয়েবসাইট ব্যবহার করে তাদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত থাকতে পারেন। আমরা সর্বদা চেষ্টা করি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে যেকোন ভিজিটর বা পাঠকদের কোনরূপ ক্ষতি সাধন না করার বরং আমরা চেষ্টা করি তাদেরকে যেকোনো ধরনের তথ্য, সার্ভিস দিয়ে সহযোগিতার মাধ্যমে তাদের পুরোপুরি উপকার করার ও যত্ন নেওয়ার।
কনফিডেন্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url